নিউজ ডেক্স ঃ বাংলার চেতনা নিউজ খুলনা।
শুক্রবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর থানাধীন নেছারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
বাপি ভৌমিকের স্যার রেজা আহমেদ রাকিব জানান, মোবাইল কেনার জন্য তারা দুজন মিলে খুলনায় ঘুরতে বের হন। তাদের সঙ্গে নগদ ৮০ হাজার টাকা ছিল।
অনেক দোকান ঘুরেও পছন্দের ফোন না পেয়ে ফেরার পথে দৌলতপুরে বাপিকে নামিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, নেশারিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী হঠাৎ বাপির হাতে টান দেয়। এতে বাপি মাটিতে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী বাপি ভৌমিকের বাবার নাম বিবেকানন্দ ভৌমিক। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।।