নিজস্ব প্রতিনিধ মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ
খুলনার রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয়
কমিটির বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না।
সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে বিএনপি।
সবাই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘর্ষ থাকতে পারে না, সংবিধানের সঙ্গে সংঘর্ষ থাকতে পারে না। জাতি হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের সহনশীল হতে হবে।
ধর্ম যেমন মানুষের ভিন্ন ভিন্ন হয়,রাজনৈতিক মতভেদও ভিন্ন ভিন্ন হবে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হতে হবে।
সমাজে যখন কোনো মহামানব জন্মগ্রহণ করেন তখন তিনি সবার মঙ্গলের জন্য কাজ করেন। বিশ্বের শান্তির জন্য তিনি আবির্ভূত হন। তখন তার মঙ্গলজনক কাজ সব মানবজাতির জন্য আশীর্বাদ হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা পুরোপুরি বলা আছে।
সুতরাং অসাম্প্রদায়িক মুখে নয়, প্রকৃত অসাম্প্রদায়িক হলে দেশে কোনো হানাহানি থাকবে না। একইভাবে সংখ্যালঘু শব্দও আমি মানি না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই।আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব
যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বারবার ধ্বংস হয়েছে। কিন্তু এ দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক কে মনে প্রাণে ঘৃণা করে। আজকের বাংলাদেশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রূপসায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিভিন্ন মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ বলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম , জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,
উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রুনু,জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা,
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ আব্দুল মালেক,
খান আনোয়ার হোসেন , মহিউদ্দিন মিন্টু , সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম , দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, খান মাসুদ, প্যানেল চেয়ারম্যান ফিরোজ মাহমুদ, শামীম হাসান, আলিম হাসান খান, রবিউল ইসলাম রবি, জহিরুল হক সারাদ,
শাহজালাল লস্কর,যুবদলের তরিকুল ইসলাম রিপন, ছাত্র দলের সদস্য সচিব আবু সাঈদ, জাহিদ শেখসহ দলীয় নেতা কর্মীরা ও এলাকাবাসী।
স্বাগত বক্তৃতা করেন ইউপি সদস্য ও মন্দির কমিটির সভাপতি রঞ্জু কুমার হালদার।তালতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।।