নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ
খুলনায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫ )রাত থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
অজ্ঞাতপরিচয় দুজনসহ নিহতদের মৃত্যুর ঘটনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেলস্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রিন্স স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, স্টেশনের প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি স্থানীয়ভাবে পরিচিত হোটেলকর্মী ছিলেন।
এর কিছু ঘণ্টা আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য তদন্ত চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয় আরেক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ।
মৃতের বয়স আনুমানিক ৮০ বছর বলে ধারণা করছে পুলিশ। লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
এ ছাড়া, রোববার রাতে বটিয়াঘাটায় পুকুরে পড়ে মারা যান জোসনা কুণ্ডু (৭৭) নামে এক বৃদ্ধা। তিনি রাতে বাড়ির সামনে পুকুরে থালা-বাসন ধোয়ার সময় দুর্ঘটনাক্রমে পড়ে যান।
পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
একদিনে এভাবে চার মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ বলছেন, প্রতিনিয়ত এভাবে মরদেহ উদ্ধারের ঘটনা উদ্বেগজনক।
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো উচিত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দু’টি ঘটনায় মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।
টানা চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় খুলনা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সন্দেহজনক কোনো ঘটনা বা অপরাধমূলক কার্যক্রমের বিষয় থাকলে তা খতিয়ে দেখা হবে।
একইসঙ্গে প্রতিটি থানায় টহল জোরদার করা হয়েছে।।