এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের জন্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী (যৌথ বাহিনী) এর সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করা হয় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব পুষ্পেন্দু দাস চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষ, ইউপি সদস্য মিলন মজুমদার, মো. আওরঙ্গজেব মোড়ল এবং রিপন মল্লিক উপস্থিত ছিলেন।
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারীকে বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন নারী ৩০ কেজি করে চাল সেলাই করা বস্তায় গ্রহণ করবেন এবং এ সুবিধা একটানা দুই বছর অব্যাহত থাকবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবাংশু বিশ্বাস (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় এসেছেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত প্রদান করা হবে।
যৌথ বাহিনীর সহায়তার কারণে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। উপকারভোগীরা এ কার্যক্রমে যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষকরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।।