মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা কলেজের (দিবা/নৈশ) অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইলে ফোন করে এ চাঁদা দাবি হয়। চাঁদা না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমান খানজাহান আলী থানায় একটি জিডি করেছেন( জিডি নং: ১২৩২) তাং ২৬/০৯/২০২৫।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি দৌলতপুর কলেজে (দিবা/নৈশ) অধ্যক্ষ হিসাবে কর্মরত আছি। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে শিরোমনি হাইস্কুলের সামনে ইরানী কুঞ্জতে বসবাস করি। ২৬/০৯/২০১৫ তারিখ রাত অনুমান ৮ টা ২৮ মিনিটের সময় আমি আমার বাসায় অবস্থানকালে আমাকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে অজ্ঞাত ব্যক্তি একটি ফোন নাম্বার থেকে কল করে ২,০০০০০/ (দুই লক্ষ) টাকা দাবী করে। আমি যদি তার দাবীকৃত দুই লক্ষ টাকা না দেই তাহলে আমাকে মাডার করিবে বলিয়া হুমকী প্রদান করে। জিডিতে তিনি আরো উল্লেখ করেন আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি প্রদান করেছে এই মর্মে একটি জিডি হয়েছে। চাদা দাবী করে প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। উল্লেখ্য বিগত বিগত কয়েক বছর ধরে কলেজ কেন্দ্র করে অভ্যন্তরীণ দন্দ লেগে রয়েছে অধ্যক্ষের কাছে
দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়ার সাথে, কলেজ কেন্দ্র করে অভ্যন্তরীণ দন্দ যোগসুত্র থাকলেও থাকতে পারে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।।