মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামীলীগের বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এনসিপি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার ) বিকেল ৫টায় দিনাজপুর বড়মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার দিনাজপুরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরামুল হক আবির। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। এনসিপি নেতাদের ওপর হামলার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এনসিপি’র অন্যতম নেতা মো: ইমরান চৌধুরী নিশাদ; প্রধান সমন্বয়কারী ফুলবাড়ী উপজেলা শাখা (এনসিপি), মাওলানা মোঃ তাফসির হোসেন (প্রধান সমন্বয়কারী বোচাগঞ্জ উপজেলা শাখা), মোঃ আরিফ মুন কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি (এনসিপি), মোঃ রেজাউল আলম কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তি , মোঃ ইকরামুল হক আবির সাবেক আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর, মোঃ আরিফ রেজা যুগ্ম সমন্বয়কারী দিনাজপুর সদর থানা, জাকির আহমেদ যুগ্ম সমন্বয়কারী ফুলবাড়ী উপজেলা শাখা এনসিপি’র অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।।