1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা) বাংলার চেতনা নিউজ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—মোল্লাহাট সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর রাফি, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মোল্লাহাট পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাম্মণ, ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল বাশার। পূজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সমর পান্ডে, বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি।
এ সময় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর রাফি বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয়। এতে করে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব। সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণসভায় বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park