1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে পর্যায়ক্রমে আলাদা রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি করে আসছে একটি চক্র।বাদ যায়নি সাংবাদিক পূত্র হাসান ইমামও।সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মহলে নিন্দার ঝড় বইছে।
গতকাল বৃহষ্পতিবার ১৮/৯/২৫ ইং তারিখ উপজেলার গুলিশাখালীর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ আ’লীগের ১০২ জনকে এজাহার নামীয় আসামি ও দুইশত অজ্ঞাত রেখে মঠবাড়িয়া থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। মামলা নং ১৫ তাং ১৮/৮/২৫ ইং।মামলায় দৈনিক যায় যায় দিন এর মঠবাড়িয়া প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট ও দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনকে আসামী করা হয়েছে।রাজনৈতিক কারনে সাংবাদিকদের মামলায় ফাঁসানো নিয়ে নিন্দা প্রতিবাদের হাওয়া বইছে।
মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক শামীম মিয়া মৃধা,বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল,মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তরিকুল ইসলাম মধু সহ ২৮ জন।
এছাড়াও মঠবাড়িয়া থানার মামলা নং ২৬ তাং ২৫/৮/২৫ ইং দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরীকে আসামি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার মামলা নং ২৬ তাং ২৫/৮/২৫ ইং সাংবাদিক আবুল কালাম আজাদ ও ফারুক হোসেন কে আসামি করা হয়েছে।আরো মামলা রয়েছে তাদের নামে।
মঠবাড়িয়া থানার মামলা নং ৩১/২৫ তাং ২৩/২/২৫ মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশকে আসামি করা হয়েছে।গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়েছেন সাংবাদিক ও পরিবারের সদস্যরা।তাছাড়াও একাধিক মামলায় অজ্ঞাতনামা গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছাড়া হয়েছেন অনেকে।
সাংবাদিকদের জড়িয়ে মামলা করায় রাজনৈতিক মহলে চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমিন দুলাল তার ফেইসবুক স্টাটাসে মামলার প্রতি অনিহা প্রকাশ করে মতামত ব্যক্ত করেছেন।
কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এ আর মামুন খান তার ফেইসবুক পেইজে মামলার তীব্র নিন্দা জানিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি লিখেন একটি মহলের ইন্ধনে এ ধরনের মিথ্যা মামলা ও নির্দোষ মানুষ কে মামলায় জড়িয়ে বিএনপির মান সন্মান নষ্ট করেন মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক শামীম মিয়া মৃধার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি তার নামে ফেসবুক আইডি দেখে পড়ে নিতে বলেন।

পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির মুঠোফোনে বলেন,মামলার বিষয়ে আমাদের কিছু জানা নেই।যে মামলা করেছেন ও নিয়েছেন তারাই জানেন।জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য একটি মহল মিথ্যা মামলা দিয়ে বিএনপির মান সম্মান খুন্ন করছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ২০২৩ সালের ঘটনার সত্যতা আছে সে কারণে কেউ অভিযোগ দিলে মামলা নিতে হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park