নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট হতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ,অবস্থান ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয় ।এসময়ে কারিগরি ছাত্র আন্দোলন
বাংলাদেশ, খুলনা বিভাগীয় প্রতিনিধ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহেদী হাসান আকাশ শিকদার নেতৃত্বে উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি এনামুল হল মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সংগঠনিক সম্পাদক হামিম সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মিছিলে তারা স্লোগান দেয়, ” তুমি কে আমি কে ডিপ্লোমা ডিপ্লোমা, কে বলেছে ডিব্বা আমরা তোদের আব্বা।” কথায় কথায় দশম (দশম গ্রেড) ছাড় দশম কি তোর বাপ দাদার। জেগে ছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, কোটা না মেধা মেধা মেধা এধরনের বিভিন্ন বিভিন্ন শ্লোগান দিতে থাকে, ও তারা তাদের দাবি গুলো তুলে ধরেন।
*বিএসসি ইঞ্জিনিয়ারদের ০৩ দফা দাবি গুলো হলো:*
১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।
এসময়ে তারা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরাতন যশোর রোড হয়ে, জংশন রোড হয়ে, বৈকালি খুলনা-যশোর মহাসড়ক ১২,১৫মিনিট হতে ০১,৩০ঘটিকা পর্যন্ত ব্লকেড কর্মসূচি* পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাব শেষ হয়।
উল্লেখ্য উক্ত বিক্ষোভ কর্মসূচি চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।।