মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম পৃথক পৃথক তদারকি মূলক অভিযান চালিয়ে ১৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে । গত মঙ্গলবার এসব অভিযান পারিচালিত হয়।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও
ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা নগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্য সম্ভারকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে মহানগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে রোজ কসমেটিকসকে ২ হাজার টাক ও রয়েল চার্মিকে ২ হাজার টাকা এবং ভিপি ড্রাগসকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা
জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে শাখিলা উপজেলার শাখিলা বাজার এলাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার বাস্তুহারা ও বিএল কলেজ মোড় এলাকা, সাতক্ষীরা
জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে মহেশপুর উপজেলার হাসপাতাল রোড এলাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া ও কালিয়া উপজেলার মহাজন ও লুতিয়া বাজার এলাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
মোঃ মাসুম আলীর নেতৃত্বে কুমারখালি উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার চাঁদমনি বাজার এলাকায় ভোক্তা অধিকারের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।