নড়াগাতী (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানার বিএনপির উদ্যোগে আজ সোমবার ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় যোগানীয়া বাজারে বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক বিএম নাগিব হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদ। তিনি জানান, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে তার পদ স্থগিত করা হয়েছে এবং চাঁদাবাজি, দোকান লুটসহ নানাবিধ কর্মকাণ্ড উল্লেখ রয়েছে। বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছিল।
লস্কর ফিরোজ আহমেদ বলেন, “মামলা ও বহিষ্কারাদেশের পেছনে স্থানীয় বিতর্ক ও অতীত ঘটনা প্রভাব ফেলেছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক, যাতে স্থানীয় নেতাকর্মীদের দমন করা যায়।”
ভার্চুয়াল বক্তব্যে অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন, “মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ বিএনপির নেতাকর্মীদের দমন করার একটি ষড়যন্ত্র। এ ধরনের অন্যায় দলের ঐক্য ও আন্দোলনকে থামাতে পারবে না। সবাইকে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। বিশেষভাবে, দলের সিনিয়র নেতা আব্দুল লতিফ সম্রাটের উপর সাম্প্রতিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। প্রকাশ্যে তার মারধর, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং নেতাকর্মীদের গুরুতর আহত করার ঘটনা রাজনৈতিক সহিংসতার অব্যাহত চিত্র তুলে ধরে। আমাদের দায়িত্ব হলো এই অন্যায় প্রতিহত করা এবং দলের ন্যায্যতা পুনঃস্থাপন করা।”
লস্কর ফিরোজ আহমেদ আরও বলেন, “সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে বহিষ্কারাদেশ এবং মিথ্যা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দল ও নেতাকর্মীরা একত্রিত হয়ে এ ধরনের অন্যায় প্রতিহত করবে এবং স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।”
সংবাদ সম্মেলনের আগে যোগানীয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা দলের ঐক্য, গণতান্ত্রিক অধিকার এবং নেতাদের প্রতি অন্যায় প্রতিহিংসার প্রতিবাদ জানান। মিছিলে নেতাকর্মীরা মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানান এবং স্থানীয় রাজনৈতিক সহিংসতার অবসান চেয়ে স্লোগান দেন।
বক্তারা জোর দাবি করেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বহিষ্কারাদেশ বাতিল করতে হবে। এছাড়া, দলের সকল পদে থাকা নেতা ও কর্মীরা একত্রিত হয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঐসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজির আহমেদ, নড়াইল জেলা জিয়া পরিবারের সদস্য মো. ওমর ফারুক, বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাবলু, বাঐসোনা ইউনিয়ন বিএনপির সদস্য মো. আসরাফ হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহর আলী বিশ্বাসসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।