1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

একজন সফল শিক্ষক থেকে সফল রাজনীতিবিদ মোঃ সাইফুর রহমান মিন্টু দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হতে পারে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলা বিএনপির বার বার নির্বাচিত আহবায়ক ও খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বহু হামলা মামলায় কারাবরণকারী নেতা স্বৈরাচার হাসিনা হটাও আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা একজন শিক্ষক থেকে সফল রাজনীতিবিদ মোঃ সাইফুর রহমান মিন্টু ।
বিএনপির দুঃসময়ে দিঘলিয়া উপজেলা বিএনপিকে নির্ভয়ে পথ চলতে শিখিয়েছিলেন মোঃ সাইফুর রহমান মিন্টু । তিনি দিঘলিয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে বিএনপির সকল দলীয় প্রোগ্রাম এবং স্বৈরাচার হাসিনা হটাও আন্দোলন সংগ্রামে অক্ষুণ্ণ রেখেছেন
উপজেলা বিএনপির সম্মান। প্রবীণ এই রাজনীতিবিদ মোঃ সাইফুর রহমান মিন্টুর জন্ম ভৈরব পাড়ে গড়ে ওঠা সবুজে শ্যামল দিঘলিয়ার দেয়াড়া গ্রামে। ১৯৮৪সালে ছাত্ররাজনীতিতে যোগদান করে ছাত্রজীবন শেষে রাজনীতির পাশাপাশি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির পাশাপাশি করেন শিক্ষকতাও। তিনি প্রথমে আয়াতুন্নেছা বালিকা বিদ্যালয়ে পরে সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় এবং সর্বশেষ এম এ মজিদ কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে শিক্ষকতা শেষ করে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জনে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক পদ পান। সে সময় থেকেই বহু চড়াই উতরাই পার করে তিনি দিঘলিয়া উপজেলা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন। তার নামে রাজনৈতিক মামলা হয়েছে ১৪টি। আগামী ১২সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি পদপ্রার্থী। মোঃ সাইফুর রহমান মিন্টু এ প্রতিবেদককে জানান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং এই আদর্শকে বুকে ধারণ করে এতো বছর দলের একজন সাধারণ কর্মী হিসাবে দায়িত্ব পালন করছি। দিঘলিয়া উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর সাথে আমার হৃদয় ছোঁয়া সম্পর্ক রয়েছে। আমি আশাবাদী তারা আমাকে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এ বলেন, বিএনপির দুর্দিনে দিঘলিয়া উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মোঃ সাইফুর রহমান মিন্টু। নেতাকর্মীরা যখন বিভিন্ন মিথ্যা মামলা হামলার স্বীকার হতো তিনি তাদের খোঁজ খবর নিতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন। আমরা এমন একজন নির্ভীক জিয়ার আদর্শের সৈনিক পেয়ে গর্বিত। এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাই এ বলেন, এম সাইফুর রহমানের বিষয়ে কথা বললে সারাদিনেও শেষ হবে না, শুধু এইটুকুই বলবো তার যে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন এ প্রতিবেদককে বলেন, মোঃ সাইফুর রহমান মিন্টু দিঘলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে রয়েছে সুতরাং আসন্ন উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হবে বলে আমি মনে করি। মোঃ সাইফুর রহমান মিন্টু নেতাকর্মীদের প্রসংশায় পঞ্চমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park