এস.এম.শামীম দিঘলিয়া বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড রেজার মোর এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক এর পুত্র মুন্না (৪৫) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিল্লাল এর সাথে ব্যবসায়ী মুন্নার পাওনা টাকা লেনদেন বিষয় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্নার উপর অতর্কিত হামলা চালায় বিল্লাল, আলতামাস, মইনুল ইসলাম নান্টু সহ ৬/৭ জন। স্থানীয় লোকজন মুন্নাকে উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্না একজন ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল তার প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০০ টাকা বাকি থাকায়। উক্ত ব্যবসায়িক টাকার চাপ দিলে তার দলবল নিয়ে আক্রমণ চালায়। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান, আমরা বিষয়টি জানতে পেরে এলাকায় পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।