1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার আঞ্চলিক অফিস উদ্বোধন ও উঠান বৈঠক বি এন পির।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া বাংলার চেতনা নিউজ

বুধবার ১০সেপ্টেম্বার দুপুরে ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার আঞ্চলিক অফিস উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
খর্নিয়া ইউনিয়ন ৭নং টিপনা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে টিপনা উঠান বৈঠক হয়েছে। একই সঙ্গে ৩১ দফা নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।


বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের সাবেক এম পি খুলনা ৫আসনের সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ আলী আজগর লবী, সঞ্চালনায় ছিলেন খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ূন কবির,বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি সাধারণ মানুষও এতে যোগ দেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা করেন। এ সময় খুলনা ৫ আসনের বিএনপির ধানের শীষ প্রতীক দলীয় এমপি প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবীর পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানানো হয়। এ সময় বক্তারা আরও বলেন, বিগত বিএনপির দুর্দিনে একমাত্র প্রাথী মানুষের পাশে ছিলেন আগামীতে থাকবেন,
আগমী নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে মোহাম্মদ আলী আজগর লবীকে জয়যুক্ত করা এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আশা ব্যাক্ত করেন বক্তারা।
উঠান বৈঠক সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা খর্নিয়া ইউনিয়নের টিপনা ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আফাজ উদ্দিন, বক্তব্য দেন বিএনপির নেতা মোল্লা আবুল কাশেম, শেখ হুমায়ূন কবির,‌শাহজাহান ফকির, শেখ মাহতাব হোসেন, শেখ মোফাজ্জেল হোসেন, গাজী জিয়াউর রহমান, শেখ সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম সরদার,শেখ রোকন উদ্দিন,ফরহাদ হোসেন, শেখ রমজান আলী, শেখ শফিকুল ইসলাম,কামরুল ইসলাম সরদার, ও আরো নেতৃত্বস্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park