মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বাংলার চেতনা নিউজ।
খুলনা মহানগরীর ওএমএস ডিলার,ফ্লাওয়ার মিল মালিক ও মহানগরীর ওএমএস পরিচালনা সংশ্লিষ্ট খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা বুধবার দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত হয়। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা এর সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করেন খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনা বিভাগ খুলনা। এসময় উপস্থিত ছিলেন আহবায়ক ও নব নিযুক্ত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা সদ্য যোগদানকৃত খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওএমএস মনিটরিং কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক যথাক্রমে আবু বক্কর সিদ্দিকী, মমতাজ পারভীন,তরুণ বালা, কাজি নাহিদ,তদারকি কর্মকর্তা যথাক্রমে জয়ন্তী বাগচি,শেখ কাজল,মমিনুল ইসলাম,মোঃ ফারুক হোসেন, রবিন কুমার পাল,শেখ আবুল কালাম আজাদ,অভিষেক বিশ্বাস, আঃ হালিম,মোঃ ওয়াহিদুজ্জামান খান,মোছাঃ নুর জাহান,ঝুমুর দাশ,শেখ হাবিবুর রহমান, মোঃ মুজিবুল্লাহ,কে এম মনিরুজ্জামান,আবু সুফিয়ান শিকদার, মোঃ সাইফুল ইসলাম, নাজমুল হুদা ভুইয়া, দিলরুবা ইয়াসমিন,বিল্লাল হোসেন,অসিম কুমার মন্ডল, ওএমএস ডিলার যথাক্রমে
মেসার্স ডায়মন্ড ব্রাদাস মালিক সৈয়দ এনামুল হাসান,
আরমান শিকদার সেন্টু, শেখ রওশন মুস্তাফিজ, মেসার্স এস এম ট্রেডার্সের মালিক গোলাম সামদানী, মেসার্স মনিরা কনস্ট্রাকশন মালিক খবির উদ্দিন,মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মোঃ স্বপন, মনোয়ারা বেগম, মেসার্স নাজমুল ট্রেডার্স মালিক সেলিম রেজা,আবুল কালাম আজাদ,মোঃ রাসেল,শহীদ ট্রেডার্স মালিক শহিদুল ইসলাম,সেলিম আহম্মেদ, মোঃ হাসান, মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ মালিক খলিল হোসেন রাজন,মেসার্স কাশফিয়া এন্টারপ্রাইজের মাহবুবুর রহমান,মোঃ ইসমাইল হোসেনসহ ১৪/১৫ জন ফ্লাওয়ার মিলের মালিক এসময় উপস্থিত ছিলেন। এসময় সদ্য যোগদানকৃত আরসি ফুড দিক নির্দেশনা মুলক বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন,ওএমএস সম্পর্কে কোন অনিয়ম প্রমানিত হলে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা হবে।।