আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নোমিনী পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দীন, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ডাঃ হাবিবুল্লাহ ইমন, ইঞ্জিনিয়ার জোবায়ের হোসেন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মুশফিকুর রহমান, মাওঃ শহীদুল্লাহ্, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রকাশনা ও অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, মোল্যা খলিলুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোল্যা কামরুল ইসলাম প্রমুখ। এ সময় দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাওলানা মুশফিকুর রহমানের নাম ঘোষনা করেন। পাশাপাশি ৫ টি ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীকে পরিচয় করে দেন। প্রধান অতিথি এ সময় সকল ওয়ার্ড ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীকে সাথে নিয়ে দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কাজকে এগিয়ে নেওয়ার আহবান জানান।।