মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার , (দিনাজপুর) বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সরকারি খাদ্যবান্ধব সহায়তা কর্মসূচির আওতায় ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতি কাড়ে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।
২১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯ টায় ৯৯৭জন উপকার ভোগির মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৫ নং খয়ের বাড়ি ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন। এ সময় দুইজন ট্যাগ অফিসারসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ সকাল সাড়ে ৯ টায় ১৪৫৭ জন উপকার ভোগির মাঝে ২ দিনব্যাপী সরকারি খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচির চাল বিতরণের কার্যক্রম পরিচালনা করেন ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামিদুল ইসলাম মাস্টার। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপকার ভোগিরা ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল পেয়ে অনেক খুশি হয়েছেন।।