শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক কর্তৃক বাস্বায়িত এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরী ও আর্থিক সহযোগীতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের আওতায় এ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক একটি কর্মশালা গত ১৮/০৮/২০২৫ তারিখে নগরীর হোটেল সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন (সিভিল সার্জন খুলনা), ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী (পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজী (তত্ত্বাবধায়ক, ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা), অধ্যাপক ডাঃ গোলাম মাসুদ (অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), ডাঃ শাহনাজ পারভীন (সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং ডাঃ মোঃ আবু শাহীন, (পরিচালক, খুলনা বিশেষায়িত হাসপাতাল)। এছাড়াও এখানে বিভিন্ন সেক্টর থেকে ডাক্তার, নার্স, ফার্মাসিট, হসপিটাল প্রতিনিধি, ঔষধ কম্পানির প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, নবলোক, এবং ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা। তিনি তার বক্তব্যে বলেন, ” আমরা যখন তখন এ্যান্টিবায়োটিক খাবনা, এম বি বি এস ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এ্যান্টিবায়োটিক এর কোর্স শেষ করব”। জনাব মামুন চৌধুরী, (ওয়াটার এইড বাংলাদেশ) ওয়াটার এইড বাংলাদেশ এবং এই কর্মশালার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এই কর্মশালায় এ এম আর বিষায়ক আলোচনা নিয়ে বক্তব্য প্রদান করেন জনাব ডাঃ এম এম আরওঙ্গজেব আল হোসাইন, ওয়াটার এইড বাংলাদেশ। এই কর্মশালায় এ এম আর বিষায়ক উপস্থাপনা করেছেন জনাব ডাঃ শাহনাজ পারভীন (সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল)। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন সময়ে সিভিল সার্জন, খুলনা, তত্ত্বাবধায়ক (খুলনা জেনারেল হাসপাতাল), পরিচালক (খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), পরিচালক (খুলনা বিশেষায়িত হাসপাতাল), অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ ব্যত্তিবর্গ সকলেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। জনাব মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা এর সমাপনী বক্তব্যের মধ্যে কর্মশালার সমাপনী ঘোষণা করা হয়।।