আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাপল চন্দ্র বসাক, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ্ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত। চিংড়ি চাষ উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বরইতলা চিংড়ি চাষী ক্লাস্টার-২ এর সাধারণ সম্পাদক মোঃ মোকছেদ ফকির ও দিঘলিয়া চিংড়ি চাষী ক্লাস্টারের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আসলাম, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, বিদ্যুৎ কুমার, মোঃ পভেল ও পাপিয়া সুলতানা প্রমুখ। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ পুকুরে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস এর উপস্থিতিতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত পুকুরগুলোতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ ছাড়া বিভিন্ন খাল, নদী ও জলাশয়ে কারেন্ট জাল, দোয়ারী জাল, চরঘেরা জাল ও পাটা উদ্ধারে মোবাইল কোর্ট পরিচালনা ও উদ্ধার হওয়া মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।।