এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়ায় “অফিস ব্যবস্থাপনা, ডাটা এন্ট্রি, পারস্পরিক শিখন ও সক্ষমতাবৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অফিসের আর্থিক ব্যবস্থাপনা, সঠিক ডাটা এন্ট্রি পদ্ধতি, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উপায় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনা সরকারি সেবা প্রদানকে আরও গতিশীল করে তুলতে পারে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও নিজেকে আপডেট রাখা অত্যন্ত জরুরি।।