শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
ডুমুরিয়ার মিকশিমিল মৎস্য আহরণোত্তর সেবা প্রদান কেন্দ্র
কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প। মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের দক্ষিণ মিকশিমিল,মৎস্য আহরণোত্তর শ্মশান ঘাট চত্ত্বরে সেবা প্রদান কেন্দ্র আলোচনা সভা প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক, মৎস্য অধিদপ্তর খুলনা বলেন কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এই কর্মশালাটি “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের একটি অংশ।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় মৎস্য ও মৎস্য চাষের ক্ষেত্রে সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ কর্মশালায় মৎস্য চাষী, মৎস্যজীবী এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং এই ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় মূলত যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়।জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব।
জলবায়ু পরিবর্তন সহিষ্ণু মৎস্য চাষ পদ্ধতি।সম্প্রদায়-ভিত্তিক মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থাপনার কৌশল।
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনা।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মৎস্য সম্পদ এবং মৎস্যজীবীদের জীবিকা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা যায়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ রিগান,উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক, ও মৎস্য অধিদপ্তর খুলনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ড. আবুল হাছানাত, ন্যাশনাল প্রজেক্ট কোর্ডিনেটর-FAO ঢাকা
কিংকর চন্দ্র সাহা ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড টেনিং এক্সপার্ট, FAD ঢাকা
মোঃ মাসুদুর রহমান ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট FAO খুলনা।
রফিকুল ইসলাম খান ফিল্ড কোর্ডিনেটর, এফএও, খুলনা।
আলোচনা সভার পূর্বে মাছ ধরার জাল,বালতি, মগ, ট্রেরে, টেবিল,বেলচা,সহ সব ধরনের মালা মাল প্রদান করেন।