মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের(কুয়েট) চলমান অচালাবস্থা কাটিয়ে দীর্ঘ পাঁচ মাস ১০ পর আজ ২৯ জুলাই মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে গত ২৪ জুলাই নিয়োগ দেওয়ার পর ২৫ জুলাই শুক্রবার অপরাহেৃ তিনি যোগদান করেন। যোগদানের পর দিনভর বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোষ্ট, শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর, স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে ফলপ্রসু আলোচনা শেষে ভাইস চ্যান্সেলর বিশ্বিবদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত জানান। বিশ্বিবদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূইঞা স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্বিবদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের সকল বর্ষের একাডেমিক কার্যক্রম চালু করার বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই মঙ্গলবার তারিখ থেকে অত্র বিশ্বিবদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি’র সাধারণ সভা শেষে তাদের কর্মসুচি আগামী ৩ সপ্তাহের জন্য স্থগীত করেছে বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।
গত ১৮ ফেব্রুয়ারি বিশ্বিবদ্যালয়ের একটি অনাকাংখিত ঘটনার পর থেকে কুয়েটে অচলাবস্থার সৃস্টি হয়। ওইদিন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়। এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তিতে ১ মে অন্ততর্বীকালীন ভিসি প্রফেসর ড. হযরত আলীকে নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। তার আগে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ৪ মে আন্দোলনে যান শিক্ষক সমিতে। দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন ২৫ জুলাই শুক্রবার ছুটির দিনেই তিনি যোগদান করেন। ২৬ ও ২৭ জুলাই নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী দিনভর বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোষ্ট, শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর, স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে ফলপ্রসু আলোচনা করেন। ২৮ জুলাই ভাইস-চ্যান্সেলর এর সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কমিটির উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ট ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতার জন্য সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ মাকসুদ হেলালী এ সভার সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী প্রকৌঃ এ বি এম মামুনুর রশিদ, পিইজ এর পরিচালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস আকতার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ,বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার আবু তৈয়বুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর কায়সেদ আলী, জামায়াতি ইসলামীর খানজাহান আলী থানার আমীর মোশাররফ আনছারী, সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, স্থানীয় জনপ্রতিনিধি জি এম এনামুল কবির, ব্যাংকার কবি ও লেখক সৈয়দ আশরাফ আলী, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, দৌলতপুর ও আড়ংঘাটা থানার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।