1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

জেলা থেকে শহর প্রতিটি এলাকা জলের তলায়, এলাকাবাসী বলেন, সুরাহা কবে হবে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলার চেতনা নিউজ বাংলাদেশ।

আজ ২৬ শে জুলাই শনিবার, কয়েকদিনের টানা বৃষ্টিতে, জেলা থেকে শহর কোথাও বাদ পরলো না, বৃষ্টির জলে এলাকা ভাসলো, সাধারণ মানুষ ঘরবন্দী, অফিসযাত্রীরা বিপাকে, এই ভাবেই চলছে প্রতি বছর মানুষের নির্যাতন, সরকারি তরফ থেকে জল নিকাশির ব্যবস্থা হলেও, কোনো কাজে লাগে না, একটু বৃষ্টি হলেই টাকা ডুবে বাড়ির মধ্যে জল ঢুকে যায়, পরিবারের লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ফলের মধ্যে দিন কাটান। তাহারা বলেন, কবে যে এর থেকে আমরা নিষ্কৃতি পাব, আদ্যও পাবো কিনা জানিনা, এই জল জমে জিনিসপত্র পৌঁছে এলাকা দূষিত হতে থাকে,

হাওড়া, সালকিয়া, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি, সেন্ট্রাল, বরানগর, প্রভৃতি এলাকা বৃষ্টি হলেই জলের তলায়, এলাকাবাসীকে এই জলের মধ্য দিয়ে কোন ভাবে চলাচল করতে হয়, বিপদের মধ্য দিয়ে, এমন কি বৃষ্টি হলে রাস্তায় জল জমলে অটো চালাকরাও গাড়ি চালাতে চায় না। রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষ আরো বিপাকে,

প্রতিটি এলাকায় হাঁটুর উপর জল জমে যায় সাধারণ মানুষ কোন ভাবে তল পেরিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন, অনেকেই বলেন, পৌরসভা থেকে ড্রেনের কাজ সেইভাবে না করায়, কিছু এলাকায় ড্রেন বন্ধ হয়ে রয়েছে।, বৃষ্টি হলে জল যেতে না পারলে ডেলের মধ্য দিয়ে ঠেলে এলাকা ভাসিয়ে দেয়।, আরেকজন বলেন আমি বিয়ে হওয়ার আশা থেকেই একই রকম অবস্থা দেখছি। কোন উন্নতি দেখতে পাই না। এলাকাবাসীর হাট বাজার করতেও অসুবিধে হচ্ছে।

কিছু কিছু জায়গায় মেশিনের সাহায্যে জল বের করলেও, অন্যান্য এলাকায় তারও ব্যবস্থা নাই।, ফলে বেশ কয়েকদিন ধরে জল জমে থাকে, এবং এই জল জমে থাকার ফলে এলাকায় দুর্গন্ধ দেখা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park