সাব্বির হোসেন, ঢাকা: বাংলার চেতনা নিউজ।
ফ্যাসিবাদী দুঃশাসনের সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে চাকরি ও ব্যবসা হারিয়ে ওমান থেকে ফেরত আসা প্রবাসীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আজ ১৫ জুলাই মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে।সভায় মুল বক্তব্য পাঠ করেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ইবরা হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওমান ফেরৎ ব্যবসায়ী ইমরান চৌধুরী, সলিম উল্লাহ, সাইফুল ইসলাম প্রমুখ। মুল বক্তব্যে চার দফা দাবি পেশ করা হয়।
দাবি গুলো হলো,
১. রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তাদের চাকরি ও ব্যবসা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহন।
২. তৎকালীন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কর্মকর্তা যারা প্রত্যক্ষভাবে এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৩. ওমান থেকে ফেরত আসার প্রতিক্ষায় ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী আজিজুর রহমানকে ওমানে থাকার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের হস্তক্ষেপ।
৪. রাষ্ট্রদূত সেকেন্দার আলী, রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, রাষ্ট্রদূত মিজানুর রহমান, প্রথম সচিব আবু সাঈদ, কাউন্সিলর নাহিদ ইসলাম সহ তত্কালীন ফ্যাসিবাদী সরকারের দোসর কর্মকর্তাদের বিচার দাবি করা হয়।
বক্তারা বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশীর জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু দূতাবাস কর্মকর্তা ও আওয়ামী মদতপুষ্ট সোশ্যাল ক্লাবের কর্মকর্তাদের দুর্নীতি ও রাজনৈতিক আচরণের কারণে ওমান সহ মধ্যপ্রাচ্যের জিসিসি ভুক্ত দেশগুলোতে ভিসা প্রদান বন্ধ রয়েছে। প্রশ্নের উত্তরে ডা. সাজ্জাদ জানান যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওমান থেকে ফেরত আসতে বাধ্য হয়েছেন তাদের বিরুদ্ধে ওমান সরকারের কোন অভিযোগ নেই। কিন্তু চাকরি ও ব্যবসা হারিয়ে বাংলাদেশে ফেরত আসার কারণে তাঁরা তাঁদের পরিবার নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছে। অবিলম্বে দ্রুত পদক্ষেপ নিয়ে ওমানে তাদের চাকরি ও ব্যবসা ফিরিয়ে দিলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।।