দিঘলিয়া খুলনা প্রতিনিধি:এস এম শামীম বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির অপসরণের দাবিতে পৃথক ৩ টি অভিযোগ দায়ের করেছে ৮ ইউপি সদস্যরা। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর বরাবর উক্ত অভিযোগের সুএে যানা জায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর হতে উক্ত পরিষদের অনুকূলে বরাদ্দ প্রাপ্ত টিআর, কাবিখা, খাদ্যশস্য, নগদ অর্থ, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, টিসিবি কর্মসূচি, সহ বিভিন্ন উন্নয়ন সহায়তা তহবিল স্থাবর সম্পত্তি হস্তান্তর সহ বর্তমানে চলমান ভিজিডি, কর্মসূচির উপকারভোগী বাছাই প্রক্রিয়ায় অনিয়ম এবং একক সিদ্ধান্ত বাস্তবায়নে অপচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে উক্ত ইউনিয়নের ৭-৮-৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খুকু মনি,৪-৫-৬, রাহিলা বেগম, ৪-৫-৬- কানন বালা স্যান্যাল, ৩ নং ওয়ার্ড রুবেল শেখ, ৫ নং ওয়ার্ড কামাল মোল্লা, ৬ নং ওয়ার্ড খোকন রায়, ৭ নং ওয়ার্ড মনিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড মোঃ জাকির হোসেন মিলে একাধিকবার সোহাগ মুন্সি কে বিভিন্ন পরামর্শ প্রদান করলেও তারা ব্যর্থ হন এক পর্যায়ে ২৫ /৬ / ২৫ ইং উল্লেখিত ইউপি সদস্য গন সোহাগ মুন্সির অপসারণ এর দাবি করে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুল ইসলামের বরাবর প্রদান করে। সর্বশেষ ৬ ই জুলাই ২৫ ইং উক্ত অভিযোগে ক্ষিপ্ত হয়ে সোহাগ মুন্সী উক্ত অভিযোগের প্রেক্ষিতে একটি আপোষ নামা জন্য ইউপি সদস্য খুকু মণি কে চাপ সৃষ্টি করে। এমন কি খুকু মণিকে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করে এতে খুকু মণি রাজি না হওয়ায় ইউপি সদস্য খুকু মণির মহিষদিয়া গ্রামস্থ নিজ বাড়িতে সোহাগ মুন্সি সহ অজ্ঞাত ৭ /৮ জন মিলে গিয়ে হুমকি ধামকি ও অমানবিক আচরণ করে যার প্রেক্ষিতে খুকু মণি বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সোহাগ মুন্সির অপসরণে দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে ৪-৫-৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের সদস্য কানন বালা সান্যাল অভিযোগ করেন যে গত ৫ ই জুলাই ২৫ ইং প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সি সহ ৫ জন ও অজ্ঞাত ৪/৫ জন মিলে তাকে আপোষ নামায় স্বাক্ষর করার জন্য জোর জবরদস্তি করেন তিনি স্বাক্ষর না করা তাকেও হুমকি ধামকি প্রদর্শন করে। এবিষয়ে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল মোল্লা কে ৫ ই জুলাই রাত ৯ টার দিকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকা সোহাগ মুন্সি ও কামাল মোল্লাকে আপোষ নামায় স্বাক্ষর করার জন্য বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকে ধামকি প্রদর্শন করে আসছে । এই ঘটনায় গাজীরাট ইউনিয়নের বিভিন্ন ইপি সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির অপসারণের দাবি জানিয়ে কামাল মোল্লা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।