1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের ওপর নড়াইলে সন্ত্রাসী হামলা: বিচার বিভাগীয় তদন্ত দাবি অধ্যাপক বি.এম. নাগিব হোসেনের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বহির্বিশ্বে দল পরিচালনার অভিজ্ঞতায় খ্যাতনামা নেতা এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের ওপর নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গত ১৮মে রবিবার তাঁর নিজ জন্মভূমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় দলের কর্মীদের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগদান কালে যোগানিয়া নামক এলাকায় সম্রাটের ওপর পৈশাচিক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করে। ঘটনাটি এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এছাড়া মুন্সী আসাবুর রহমান আরাফাত সহ দলের নেতাকর্মীরা আহত হন।

এ বিষয়ে আজ ১২ জুন বৃহস্পতিবার দক্ষিণ যোগানিয়া নিজ বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি-সমর্থক অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন: “আব্দুল লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, তিনি বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে সুসংগঠিত কণ্ঠস্বর। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ৪২টি দেশে বিএনপিকে সক্রিয় করা হয়। এই মানুষটির ওপর তাঁরই জন্মভূমিতে সন্ত্রাসী হামলা চালানো রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক।”

“এই বর্বর হামলা কতিপয় দুষ্কৃতীদের দ্বারা নিয়ন্ত্রিত পেটোয়া বাহিনীর দ্বার পরিচালিত হয়েছে। যা প্রমাণ করে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে।”

অধ্যাপক বি.এম. নাগিব হোসেন আরও বলেন- “এই হামলা কেবল ব্যক্তি সম্রাটের ওপর নয়—এটি বহির্বিশ্বে গড়ে ওঠা জাতীয়তাবাদী শক্তির ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে এই হামলার বিচার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দলীয় ও রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে তিনি দলীয় ফোরামের মাধ্যমেও এ বিষয়ে ন্যায়বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক শাখার নেতারাও ইতোমধ্যে এই ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park