1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত

দিনাজপুরের ফুলবাড়িসহ ৬ টি উপজেলায় লিফলেট ও পথসভায় সারজিস আলম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে আর কোন চাদাবাজ দূর্নীতিবাজ লুটেরাদের জায়গা হবেনা।
২৮মে( মঙ্গলবার) রাত ৯ টায় দিনাজপুরের ফুলবাড়ীতে লিফলেট ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা একটি অন্যতম ঐতিহাসিক উপজেলা। এই উপজেলার মানুষ অনেক আগে থেকেই রাজনৈতিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিনি ফুলবাড়ির খনি আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, উম্মুক্তভাবে কয়লা খনি হলে ভূমিকম্প,ভূমিধসের মতো ঘটনা ঘটবে,তাই এখানকার খনির ব্যাপারে আরো বেশী গবেষণার দরকার আছে। এর আগে তিনি,জেলার ঘোড়াঘাট, হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ ,পার্বতীপুর উপজেলায় পথসভাসহ গণসংযোগে অংশ নেন।

এসময় তার সাথে স্থানীয় ও কেন্দ্রীয় নের্তৃত্ববৃন্দ অংশ নেন।আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (NCP)’র পক্ষ থেকে ছয়টি উপজেলায় পথসভা করেন সেই সঙ্গে তিনি বলেন ।উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরন করবেন।

লিফলেট ও পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এ সময় সফর সঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা
ও যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব।

জাতীয় নাগরিক পার্টির ফুলবাড়ি প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ ইমরান চৌধুরী নিশাদ। এছাড়া উপস্থিত ছিলেন জাকির আহমেদ, বেলাল হোসেন, বিশাল, শিহাব হোসেন, সাকিবসহ আরও অনেকে। এ সময় ফুলবাড়ী উপজেলার সকল স্তরের মানুষ এসে ভিড় জমায় এক নজর দেখার জন্য বর্তমান বাংলাদেশের অন্যতম স্টার মোঃ সারজিস আলমকে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park