1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আগামী ১৭মে খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেনাপোলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪০ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন বাংলার চেতনা

আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ” সফল করার লক্ষ্যে বেনাপোলে এক প্রস্তুতিমূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে শার্শা উপজেলা জাতীয়তাবাদী যুবদল, বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।

প্রধান অতিথির বক্তব্যে আনছারুল হক রানা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। আমরা চাই না এই জুলুমবাজ সরকার আবার ক্ষমতায় ফিরে আসুক। শেখ হাসিনার শাসনামলে দেশে হত্যা, গুম, মামলা-হামলার রাজত্ব কায়েম হয়েছিল। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেমন ভয়াবহ পরিস্থিতি ছিল, তার চেয়েও বেশি ভয়াবহ হয়ে উঠেছিল শেখ হাসিনার শাসনকাল। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। আমরা বিএনপির পক্ষ থেকে এই জালিম সরকারের বিচার দাবি করি এবং আশা করি, দেশের জনগণকে সাথে নিয়ে এদেশে আর কখনও এ ধরনের স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠিত হতে দেব না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও তার পরিবার দেশের সম্পদ লুট করে দেশের উন্নয়নের পথ রুদ্ধ করেছে। তাদের লুটপাটে দেশ আজ ঋণগ্রস্ত। অথচ এই অর্থ দেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মত উন্নত করতে পারত। আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিচার চাই।”

সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “আমরা বিগত ১৬ বছরের অপশাসনের বিচার চাই। ভোটাধিকার হরণ করে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ‘আয়না ঘর’ নামক একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে। বিএনপি তা আর হতে দেবে না। আমরা একটি সুখী, সমৃদ্ধ, জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারুণ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”সভার বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি (যশোর-১), শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী।এছাড়া আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু, যুবদল নেতা সেলিম হোসেন আশা, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. ওমর ফারুক এবং শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম চয়ন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তারুণ্যকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park