মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস টিম দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর কে গ্রেফতার করা হয়।সাবেক সংসদ সদস্য এতদিন ঈদগাহ আবাসিক এলাকায় আত্মগোপন করে অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়েআজ ১৫ এপ্রিল (মঙ্গলবার )সন্ধ্যায় আবাসিক হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর বিরুদ্ধে পাঁচ আগস্ট এর গণহত্যা সহ ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ অগ্নিসংযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচার, দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার একাধিক মামলায় এজাহার ভুক্ত আসামি । গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।।