1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

ডুমুরিয়ায় ধর্শন মামলার আসামি অজিয়ার রহমান কে পুলিশ গ্রেফতার করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

গত ২২ মর্চ বিকাল অনুমান ৪ টায় সময় ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের (গাঙ্গের পাড়) জনৈকা শাহিদা বেগম এর বসত ঘরের বারান্দায় নিয়ে জনৈকা শাহিদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের মোঃ কাবিল উদ্দিন মোল্লার ছেলে মোঃ অজিয়ার মোল্লা (৬৫) ভিকটিমকে ৫০ টাকা‌ দিয়ে প্রলোভন দেখিয়ে তার পায়জামা খুলে তাকে ধর্ষণ করে। ঐ সময় তার শরীরে ছ্যাপের মত পিচ্ছিল পানি তার কাপড়ের সাথে লেগে যায় ও তার যৌনি দিয়ে রক্ত আসে। তখন আসামী একথা কাউকে যেনো না বলে তার জন্য ভয়ভীতি দেখায়। এ কারনে সে কাহারো কাছে ঘটনা প্রকাশ করে নাই বলে জানায়। এ ঘটনা জানার পরপর আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন কে জানালে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। উক্ত আসামী ভিকটিম কে ফুসলিয়ে নিয়ে গিয়ে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শাহিদা বেগম এর অবর্তমানে তার বাড়ীর বারান্দায় নিয়ে ধর্ষণ করে । উক্ত ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় একটি মামলার এজাহার দায়ের করেন। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়।এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন একটি শিশু কে ধর্ষণ করেছে আসামিকে আটক করেছি।অফুল্লা মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায়‌ একটি দায়ের করেছেন,মামলার নং ১১/২৫তারিখ ১৪ /৪/২০২৫ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯( ১) পুলিশ আসামি মোঃ অজিয়ার মোল্লা গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেছেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park