এস.এম.শামীম, খুলনা ব্যুরো।
খুলনার সোনাডাঙ্গা থানাধীন তেতুল তলার মোড়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবকের ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টা ১০ মিনিটে কবিরের ভাতের হোটেলের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রবিউল ইসলাম অপু (২৮) অভিযুক্ত ঢাকাইয়া শামীমের (৪০) কাছে ১,০০০ টাকা পাওনা ছিলেন। টাকা ফেরত চাওয়ায় শামীম ক্ষিপ্ত হয়ে রবিউলের মাথার বাম পাশে কানের গোড়ায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করেন।পরে স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।।