1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজ্য সরকার মোদের দোকান বার ও নাইট ক্লাবে মহিলাদের চাকরি , বিজেপি এর প্রতিবাদ মিছিল করলেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২২শে মার্চ শনিবার, দুপুর দুটোয় , বি জে এম এম স্টেট মহিলা মোর্চার ডাকে, কলেজ স্কোয়ার থেকে বউবাজার রাজ্য সরকারের আবগারি অধিদপ্তর পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করলেন।রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান বার নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে রাজ্য বিজেপি মহিলা মোর্চা পক্ষ থেকে এই প্রতিবাদ জানান। এই মিছিলে তারা একটি স্লোগান তুলে ধরেন।এসো মা লক্ষী বসো বারে, পিসি তোমার লজ্জা কি করে,প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে তারা জানাতে চেয়েছেন রাজ্য সরকারকে, যেখানে শিশু থেকে মহিলাদের নিরাপত্তা নাই, যেখানে মেডিক্যালে রাতে মহিলাদের কাজ করতে দেয়া হবে না, মহিলা ডাক্তারদের নিরাপত্তা নায়, যেখানে ছোট ছোট শিশুরাও ধর্ষিত হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মদের দোকানে বারে নাইট ক্লাবে মহিলাদের চাকরি দেবেন বলে জানান। কোন কিছু করার আগে এতোটুকু লজ্জা বোধ বলতে নাই। তাই আমরা প্রতিবাদ করছি অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই।আর জি কর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে অরাজকতা বেড়ে চলেছে, মহিলাদের কোন নিরাপত্তা আজও দিতে পারেননি, দোষীরা ঘুরে বেড়াচ্ছেন , দোষীদের শাস্তি এখনো হলো না, দিনে দিনে গ্রামে গঞ্জে ছোট ছোট শিশুরা ধর্ষিত হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী সেই মহিলাদের মদের দোকান বাড়ে চাকরি দেবেন বলে জানান। আমরা এর প্রতিবাদে ধিক্কার জানাই , অবিলম্বে এই খেলা বন্ধ হোক, আমরাও মহিলা এর তীব্র প্রতিবাদ জানাই, যদি এই নিয়োগ বন্ধ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় তুলব।।

তাহারা বলেন একদিকে মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রে কোথাও কাজ করতে দেবেন না বলে জানান , অন্যদিকে আবার ঘোষণা করেষ মহিলাদের বারে মদের দোকানে নাইট ক্লাবে চাকরি দেবেন, একবার বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না আবার তাদেরকে এরকম একটি ডিপার্টমেন্টে চাকরি দিচ্ছেন। তারা আরো বলেন যাতে মহিলারা আরো বেশি ইনকাম করতে পারেন বিভিন্ন পথে তার রাস্তা তৈরি করছেন। এবং জাতে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ এর মতো কান্ড বেশি ঘটে, আমরা এর প্রতিবাদে রাজ্য সরকারকে বারবার ধিক্কার জানাচ্ছি অবিলম্বে এই নির্দেশ বন্ধ হোক।,প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, স্টেট প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল মিনিস্টার সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, উপস্থিত ছিলেন তাপস রায় সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা। প্রায় কয়েকশো মহিলা এই প্রতিবাদ মিছিলে যোগ দেন।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park