1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

রাজ্য সরকার মোদের দোকান বার ও নাইট ক্লাবে মহিলাদের চাকরি , বিজেপি এর প্রতিবাদ মিছিল করলেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২২শে মার্চ শনিবার, দুপুর দুটোয় , বি জে এম এম স্টেট মহিলা মোর্চার ডাকে, কলেজ স্কোয়ার থেকে বউবাজার রাজ্য সরকারের আবগারি অধিদপ্তর পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করলেন।রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান বার নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে রাজ্য বিজেপি মহিলা মোর্চা পক্ষ থেকে এই প্রতিবাদ জানান। এই মিছিলে তারা একটি স্লোগান তুলে ধরেন।এসো মা লক্ষী বসো বারে, পিসি তোমার লজ্জা কি করে,প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে তারা জানাতে চেয়েছেন রাজ্য সরকারকে, যেখানে শিশু থেকে মহিলাদের নিরাপত্তা নাই, যেখানে মেডিক্যালে রাতে মহিলাদের কাজ করতে দেয়া হবে না, মহিলা ডাক্তারদের নিরাপত্তা নায়, যেখানে ছোট ছোট শিশুরাও ধর্ষিত হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মদের দোকানে বারে নাইট ক্লাবে মহিলাদের চাকরি দেবেন বলে জানান। কোন কিছু করার আগে এতোটুকু লজ্জা বোধ বলতে নাই। তাই আমরা প্রতিবাদ করছি অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই।আর জি কর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে অরাজকতা বেড়ে চলেছে, মহিলাদের কোন নিরাপত্তা আজও দিতে পারেননি, দোষীরা ঘুরে বেড়াচ্ছেন , দোষীদের শাস্তি এখনো হলো না, দিনে দিনে গ্রামে গঞ্জে ছোট ছোট শিশুরা ধর্ষিত হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী সেই মহিলাদের মদের দোকান বাড়ে চাকরি দেবেন বলে জানান। আমরা এর প্রতিবাদে ধিক্কার জানাই , অবিলম্বে এই খেলা বন্ধ হোক, আমরাও মহিলা এর তীব্র প্রতিবাদ জানাই, যদি এই নিয়োগ বন্ধ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় তুলব।।

তাহারা বলেন একদিকে মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রে কোথাও কাজ করতে দেবেন না বলে জানান , অন্যদিকে আবার ঘোষণা করেষ মহিলাদের বারে মদের দোকানে নাইট ক্লাবে চাকরি দেবেন, একবার বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না আবার তাদেরকে এরকম একটি ডিপার্টমেন্টে চাকরি দিচ্ছেন। তারা আরো বলেন যাতে মহিলারা আরো বেশি ইনকাম করতে পারেন বিভিন্ন পথে তার রাস্তা তৈরি করছেন। এবং জাতে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ এর মতো কান্ড বেশি ঘটে, আমরা এর প্রতিবাদে রাজ্য সরকারকে বারবার ধিক্কার জানাচ্ছি অবিলম্বে এই নির্দেশ বন্ধ হোক।,প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, স্টেট প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল মিনিস্টার সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, উপস্থিত ছিলেন তাপস রায় সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা। প্রায় কয়েকশো মহিলা এই প্রতিবাদ মিছিলে যোগ দেন।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park