শেখ শাহিন খুলনা থেকে
স্টাফ রিপোর্টার
আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় কিছু অসাধু চক্র দেদারছে চালিয়ে যাচ্ছে জালনোটের ব্যাবসা কার্যক্রম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ও বসে নেই তাদের কে ধরতে দেশের বিভিন্ন স্থানে চলছে অভিযান, আর তারই ধারাবাহিকতায় খুলনার খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ী কর্তৃক এস আই দীপংকরের (আনুমানিক সকাল ১০,৩০মিনিটে) নেতৃত্বে ৮২,০০০(বিরাশি হাজার) টাকা বাংলাদেশী মুদ্রা জাল নোট উদ্ধারসহ ০১ (এক) জন ব্যক্তি আটক আটককৃত ব্যক্তির নাম রহিম তার পিতার নাম বেল্লাল হোসেন,। জানাগেছে রহিমের বাড়ি চুয়াডাঙ্গা।
এ রিপোর্ট লেখা অবদি তার নামে মামলার প্রস্ততি চলছে।