ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি ||
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিববের দায়িত্ব পেয়েছেন ফরিদুল হক।
খুলনা শহরের নাজিরঘাটে জন্ম নেয়া ও বেড়ে উঠা ফরিদুল হক তার পড়াশোনা করেছেন খুলনার অন্যতম সেরা বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলে। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ড ও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এর ধারাবাহিকতায় প্রায় একদশক আগে যুক্ত হন রাষ্ট্রচিন্তা নামক রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সংগঠনের উদ্যোগের সাথে।
ফরিদুল যুক্ত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে।
কোটা সংস্কার আন্দোলনের নেতাদের আহ্ববানে সাড়া দিয়ে গড়ে তোলেন ছাত্র অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ। দায়িত্ব নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে। তার নেতৃত্বেই সংগঠনটি ২০২১ সালে ইন্ডিয়ান এম্বাসীর সামনে প্রতিবাদী নাটক ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সীমান্তে ফেলানী হত্যার এক দশক পালন করে।
পরবর্তীতে ওই বছরের মার্চ মাস জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসার প্রতিবাদে দেশব্যাপী হওয়া মোদিবিরোধী আন্দোলনের শুরু করে যুব অধিকার পরিষদ। সেসময় তাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ব্যপক পুলিশী হামলায় আহত হন ফরিদুল। অন্যায়ভাবে গ্রেফতার করা হয় তার সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে। একাধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে ফেরারী হতে বাধ্য হন তিনি।
২০২১ সালে সমমনাদের নিয়ে গড়ে তোলেন ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামের রাজনৈতিক সংগঠন। তিনি দায়িত্ব নেন সমন্বয়ক হিসেবে। এই সংগঠনের ব্যানারেই অংশ নেন ২০২৩ সালের ফ্যাসিবাদ বিরোধী সম্মিলিত বিরোধী দলসমূহের যুগপৎ আন্দোলনে। রাজপথে নেতৃত্ব দেন ৭ জানুয়ারি, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে হওয়া আন্দোলনের।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। জুলাই আগস্টে অনুষ্ঠিত হওয়া গণ আন্দোলন চলাকালীন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে ভূমিকা নেন।
সবশেষে গত ২৮ ফ্রেব্রুয়ারিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কয়েকলক্ষ মানুষের সামনে ঘোষিত গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব নেন ফরিদুল হক।