মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি (রবিবার). দিনাজপুর পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার্স ও ফোর্সদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করেন ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), সার্কেল অফিসারগণ এবং অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।