মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী মৌজায় অবস্থিত (একতা ব্রিকস) ইটভাটায় পরিবেশের ক্ষতি করে কাট খড়ি দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ।
সরে জমিনে গিয়ে দেখা যায় আবাসন প্রকল্পের খুব কাছেই কয়েকটি ইটভাটা রয়েছে এর মধ্যে একতা ইটভাটায় বনের গাছ কেটে কাঠ খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ বিষয়ে ইটভাটার ম্যানেজারের সাথে কথা বলে জানা যায় এই ইটভাটায় সকল দফতরের লোক এসে টাকা নিয়ে যায় এখন পর্যন্ত কেউই ইটভাটা বন্ধ করতে পারেনি। আমাদের এখানে তশিলদার ,এসিল্যান্ড, ইউ এন ও, শ্রম অধিদপ্তর, ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা এসে দেখা করে যায়। প্রশাসনের লোকজনদের ম্যানেজ করে আমরা কাঠ খড়ি দিয়ে দীর্ঘদিন যাবত ইটভাটা পরিচালনা করে আসছি। অপরদিকে (একতা ব্রিকস) ইটভাটার মালিকের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি মুঠোফোন বন্ধ করে রাখেন ।
যেখানে বহির বিশ্বে জলবায়ু পরিবর্তনের আশঙ্কায় প্রতিরোধ গড়ে তুলছে । গাছ লাগাও পরিবেশ বাঁচাও।
পৃথিবীর ফুসফুস অক্সিজেন বার্ধক বনজ, ফলোজ ও ঔষধি গাছ কেটে পরিবেশ নষ্ট করে ফসলি জমির মাটি কেটে কাঠ খড়ি দিয়ে পোড়ানো হচ্ছে নতুন ইট। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ করে যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।