মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯৫ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব ১৩ ও পুলিশের যৌথ টিম।
এই ঘটনায় সাবেক ইউপি সদস্য আক্কাস আলী(৫০) কে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বীরগঞ্জ থানা পুলিশ এইতথ্য নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ অভিযানে শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ির গোয়াল ঘরের পিছনে গর্ত করে পলিথিন প্যাচিয়ে রাখা কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি মাটি খুড়ে উদ্ধার করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত একই এলাকার মৃত আবেদ আলীর পুত্র ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে (৫২) গ্রপ্তার করেছে যৌথ বাহিনী।
এ ঘটনায় র্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬, তারিখ- ০৫/০২/২০২৫।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঐ কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংঘবদ্ধ চক্র আত্মসাৎ করতে চেয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের। পুলিশ বাকি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আরও অন্যান্য সদস্যদের তথ্য পেয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। আটক চোরাকারবারিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।