গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ১/০২/২০২৫ ইং রোজ শনিবার, বেলা দশ ঘটিকার সময়, গোপালগঞ্জ গেট পাড়া সাউথ বাংলাদেশ মিশনের সাপ্তাহিক উপাসনা চলা কালীন, চার্চের নিরাপত্তা প্রাচীর ভাঙ্গাকে কেন্দ্র করে, গোপালগঞ্জ খ্রীষ্টানবাসীদের মধ্যে এক চরম উত্তেজনা বিরাজ করে, এবং শহরের মেইন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন , এ খবর গোপালগঞ্জ শহরে ছড়িয়ে পড়লে, গোপালগঞ্জ জেলার এ ডি সি জনাব গোলাম কবিরের নেতৃত্বে, এস পি ( সার্কেল) সদর থানার ওসি, ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে, ঘটনাস্থলে উপস্থিত হন,এবং সার্বিক উত্তেজনা নিরসনের জন্য, খ্রীষ্টান নেত্রী বৃন্দের সাথে এক শান্তির আলোচনায় বসেন,যথারীতি প্রার্থনার মধ্যে দিয়ে আলোচনার কার্যক্রম শুরু করা হয়, উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ খ্রীষ্টান ফেলোশিপের সভাপতি, রেভা: সমুয়েল এস বালা, মি: দানিয়েল ফলিয়া প্রিন্সিপাল, এডভেন্টিষ্ট ইন্টারন্যাশনাল মিসন স্কুল গোপালগঞ্জ, এবং উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের পালক বৃন্দ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের সাংগঠনিক সম্পাদক মিঃ রিচার্ড ক্লাইভ, আরও উপস্থিত ছিলেন মি: প্রভাস বাড়ৈ প্রাক্তন সভাপতি গোপালগঞ্জ খ্রীষ্টান ফেলোশিপ, ও উপস্থিত বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ, দীর্ঘ সময় আলোচনা শেষে, অবশেষে প্রায় দুই ঘন্টা পরে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। নিজেস্ব প্রতিনিধি গোপালগঞ্জ জাগ্রত খ্রিস্টান সমাজ।