1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত। খুলনা পাইকগাছা বিএনপি নেতা মোস্তফাকে দল থেকে বহিষ্কার।। খুলনা শিপইয়ার্ডে পলিথিনে মোড়ানো হাত-পা বাঁধা ব্যক্তির লাশ উদ্ধার। ডুমুরিয়ায় মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল প্রদর্শনীর উপর মাঠ দিবস। ফুলবাড়ীতে উপকারভোগীদের মাঝে (ভি ডব্লিউ বি) এর চাল বিতরণ। ফুলবাড়িতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতির৪ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত । দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক। দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার। কাবিং করব, শান্তির বার্তা আনব” ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ৫ লাখ জাল টাকাসহ খুলনার লবণচরা থানা এলাকা হতে ১জন আটক 

১৩৪ তম জন্ম দিবস উপলক্ষে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে, ৩০০০ কম্বল ও পাঁচ হাজার কাপড় বিতরণ করলেন দুস্থদের।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, (পশ্চিমবঙ্গ)

আজ ১৮ই জানুয়ারী শনিবার, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে, ঠিক সকাল নয়’টায় পালিত হল, 134 তম জন্মদিন উপলক্ষে সর্বজনীন ভ্রাতৃত্ব ও সকল ধর্মের সম্প্রীতি শীর্ষক একটি সেমিনার এবং তাহার সাথে সাথে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের‌ শতবর্ষ ও ১০৪তম সিদ্ধোৎসব উদযাপন ও মন্দিরের ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, প্রায় পাঁচ হাজার কাপড় এবং 3000 কম্বল বিতরণ করলেন দুস্থদের হাতে, ছাড়াও ভোগের আয়োজন করা হয়।।

একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়, যে সকল অতিথিরা আজকে মঞ্চ আলোকিত করেছিলেন, তাহাদেরকে উত্তরীয় ব্যাচ এবং শাল, পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবে পরিচালনা করেছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ট্রাস্টের সাধারণ সম্পাদক ম্যুরাল ভাই এবং সভাপতি কাম ম্যানেজিং ট্রাস্টের ব্রহ্মচারী রিতেন ভাই।

উপস্থিত ছিলেন মঞ্চে , কামারহাটি পৌরসভার কাউন্সিলর গোপাল সাহা, উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা, আইপিএস ও সিপি ব্যারাকপুর অলোক রাজোরিয়া, এস ডি ও ব্যারাকপুর সৌরভ বারিক, সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, ডিএম বীরভূম বিধান রায়, মেয়র ইনচার্জ বিধান নগর কর্পোরেশন রাহিমা বিবি মন্ডল, এম ডি পিয়ারলেস জেনারেল ইনভেসমেন্টের জয়ন্ত রায়, সমাজসেবী অসিত চ্যাটার্জী, বিধায়ক রাজারহাট তাপস চ্যাটার্জি, বিধায়ক পরেশ পাল, বিধায়ক মদন মিত্র, কনভেনর ও সেক্রেটারী ওয়েস্ট বেঙ্গল শ্রেয়া পান্ডে, এক্স জর্জ হাইকোর্ট অশোক সেন, এক্স জর্জ হাইকোর্ট তপন মুখোপাধ্যায়, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস, দক্ষিণেশ্বর কালী মন্দির সেক্রেটারী কুশল চৌধুরী, এমডি ইমামি ফাউন্ডেশন এর সুশীল কুমার গোয়েঙ্কা , ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু বোস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক অতিথিরা সকল দুস্থদের হাতে কাপড় ও কম্বল তুলে দেন, দূর দূরান্ত থেকে অগণিত দুস্থ মানুষ জমায়েত হয়েছিলেন এই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এই ধরনের কর্মকাণ্ডকে স্বাগত জানান উপস্থিত সকল অতিথিবৃন্দ, তাহারা বলেনি শীতের সময় একটা কম্বল উপস্থিত দুস্থ মানুষের অনেকটা কাজে লাগলো, যারা ভিক্ষা চেয়ে দিন আনে দিন খায়, বাড়ির ছেলে মেয়েদের কোন ভাবে খাইয়ে দিন যাপন করে তাহাদের কাছে এই সামান্যতম উপহার হয়তো অনেকটা কাজে আসবে। ঠান্ডার হাত থেকে মুক্ত হবে, কিছুটা হলেও, তাই আমরা জন্মদিবস উপলক্ষে এইরকমই একটা কর্মকাণ্ডের আয়োজন করেছি, এই কর্মকাণ্ডকে সকলে বাহবা জানালেন, এত জন দুষ্ট মানুষের হাতে এইভাবে জিনিসপত্র তুলে দেয়ার জন্য, তো তাই নয় উপস্থিত সকল ভক্তদের মায়ের ভোগ খাওয়ার ব্যবস্থা করেছেন। বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে বলে জানা যায়।

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টের কর্মকর্তা ম্যুরাল ভাই জানালেন, মায়ের ইচ্ছায় এই কর্মকাণ্ড, আমরা নিমিত্ত মাত্র, তাই ইচ্ছাতেই এতগুলি দুস্থ পরিবারের মানুষ একত্রিত হয়েছে, রাত তাহাদের হাতে সামান্য কিছু কম্বল ও শাড়ি তুলে দিয়েছি। কৃতজ্ঞতা জানবো আজকে যে সকল অতিথিবৃন্দ আলোকিত করেছেন। হবার সহযোগিতা না থাকলে কখনোই কোন অনুষ্ঠান করা সম্ভব নয়, সবাইকে নিয়েই পথ চলা ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park