1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, ফুলের মেলায় সতেরটি দেশের জাতীয় ফুল প্রদর্শনী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

 

আজ ৭ জানুয়ারী মঙ্গলবার, সংকেত ক্লাবের উদ্যোগে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের হাট, আর এই ফুলের হাটের মেলায়, সতেরটি দেশের জাতীয় ফুলের প্রদর্শনী চলছে।

নতুন বছরকে বরণ করে নিতেই, রূপনারায়ণ নদের পাড়ে বসেছে ফুলের মেলা, সংকেত ক্লাবের উদ্যোগে, প্রতি বছর মতো এবছরও প্রায় সহস্রাধিক ফুলের টবে পাপড়ি মিলেছে ,‌ ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ , ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা, ফুলের টপ ছাড়াও প্রায় সতেরটি দেশের জনপ্রিয় জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হয়েছে।

এই ফুল মেলার শুভ সূচনা করেন , এলাকার প্রবীণ পুষ্পবিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা, এছাড়াও পুষ্প মেলায় স্বপন মাজী, মন্টু আলী ,শুভেন্দু ভৌমিক সহ মোট ১০ জন প্রবীণ ফুল চাষীকে সংবর্ধিত করা হয়। এছাড়াও ফুল মেলায় ফুল চাষ নিয়ে এবং ফুলের পরিচর্যা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়,

ফুল চাষীদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতে, নয় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল, আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে। শীতের বাহারী ফুল দেখতে বহু ফুল প্রেমী ভিড় করেছেন ফুলের মেলায়, এই ফুলের মেলা চলবে ১৫ জানুয়ারী পর্যন্ত।

এবারে ফুলের মেলায় নজর কারছে তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ, ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চীনের জাতীয় ফুল পিওন , দক্ষিণ আফ্রিকার বার্ড অফ প্যারাডাইস সহ ১৭ টি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুলের প্রদর্শনী এবারে দর্শককে মুগ্ধ করেছে।।

অগণিতক ফুলপ্রেমী ও চাষিরা এই মেলায় ভিড় জমাচ্ছেন, এবং এই ধরনের মেলায় মানুষের উপস্থিতি তো করেছে ক্লাব কর্তৃপক্ষকে, এবং এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে বলে জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park