1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

ডুমুরিয়ার ১২ নং রংপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেত্রী স্মৃতিলতা রায়ের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৪০ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১২ নং রংপুর ইউনিয়নের মহিলা  আওয়ামী লীগের সভানেত্রী স্মৃতিলতা রায় তার স্বামী নিতাই রায়, পংকজ রায়, এবং  শ্যমল রায়ের শাস্তির দাবিতে অত্যাচারের শিকার এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন।
মঙ্গলবার (০৭জানুয়ারি) বিকাল ০৪  টায়  আড়ংঘাটার শলুয়া  বাজার সংলগ্নে ভুক্তভোগী পরিবার ও শতাধিক এলাকাবাসীরা  হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শলুয়া বাজার বনিক সমিতি সভাপতি‌ প্রভাষ বিশ্বাস।
সার্বিক পরিচালনায় আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইমদাদুল হক মিলন।
মানববন্ধনে ভুক্তভোগীরা বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ভয়-ভীতি দেখিয়ে এ সরকারের আমলে মানুষের ঘরবাড়ি ছাড়া করেছে। চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এমনকি শরীকদের জায়গা জমি জবর দখল করে  নিয়েছে। ১৫ বছরে এলাকার শত শত নিরীহ অসহায়দের নামে নানা হয়রানিমূলক অভিযোগ,  মিথ্যা মামলা দিয়েছে। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৃতি লতা রায় তার স্বামী নিতাই রায়, পংকজ রায়, এবং  শ্যমল রায়সহ মোট ৪ জন।
স্মৃতিলতা রায়ের কারনে যারা হয়রানির শিকার হয়েছেন।১২ নং রংপুর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ডের মহিলা মেম্বর মিসেস পারভীন আক্তার, সাবেক মহিলা মেম্বর অন্জনা মল্লিক, তৃপ্তি বিশ্বাস, রেহেনা বেগম, সাংবাদিক ইমদাদুল, মোঃ আসলাম গাজী,  হক মিলন,  সুকুমার রায়, শেখ মঈনুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ ইনামুল হক, মোঃ আসলাম, মোঃ রাজিব খলিফা, টুকু রানি মল্লিক, শিমুল মন্ডল, পালাশ মন্ডল, চিত্র মন্ডল, মোঃ আলামিন, সুমন মন্ডল, মোঃ হাতেম, আকলিমা বেগম, মেম্বর তরুণ সরকার,, রনজিত বৌরাগী, শ্যমল মন্ডল, অপূর্ব বিশ্বাস, সঞ্জয় বসাক, লিটু জোদ্দার, মনিতোশ জোদ্দার এছাড়া আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর থানা বিএনপির নেতা জিএম মাসুম,  ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস  সালাম, বিএনপির নেতা মোঃ খোকন তালুকদার, যুবদল নেতা সন্দীপ চ্রাটার্জী,  বিএনপির নেতা আব্দুর রব খান রাব্বি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু রতন মিস্ত্রি, মোঃ কবির হোসেন, আড়ংঘাটা প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক মুক্তি মাহমুদ,  রংপুর ইউনিয়নের ছাত্র নেতা মোঃ রাব্বি ফকির, সাংবাদিক  মনজিলা বেগম  আড়ংঘাটা প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম রসুল বাদশা প্রমূখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park