1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

দিঘলিয়ায় চালের দাম বেড়ে বিপাকে সাধারণ মানুষ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে হঠাৎ করে সব ধরনের চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। স্বর্ণা, বালাম, মিনিকেট, আতপসহ সব জাতের চালের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় মাসের শুরুতেই খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো।পথের বাজার, গাজিরহাট, কোলা, সেনহাটি ও বারাকপুর বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে, যেখানে কিছুদিন আগেও এটি ৬৫ টাকায় বিক্রি হয়েছে। একইভাবে বালাম ও স্বর্ণা চালের দামেও বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। সাধারণ ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষেরা বলছেন, চালের দাম বাড়ায় পরিবারে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ভ্যান চালক রমজান আলী বলেন, “আমরা দিনমজুর মানুষ। প্রতিদিন যা কামাই করি, তা দিয়েই সংসার চলে। এখন চালের দাম এমন হারে বাড়লে খাওয়া বন্ধ হয়ে যাবে।” ইজিবাইক চালক সেলিম শেখ জানান, “গাড়ি চালিয়ে দিনে ৪০০ টাকা পাই, তার মধ্যে প্রায় সব টাকাই চাল কিনতেই চলে যাচ্ছে। এখন ওষুধ কেনা, সন্তানদের পড়াশোনা চালানো—সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে।”

একই ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন রাজমিস্ত্রি জব্বার ও কাঠমিস্ত্রি নজরুল ইসলাম। তাদের ভাষায়, চালের দাম বেড়ে যাওয়া মানেই অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া। তারা মনে করেন, বাজারে একটা ন্যায্য ভারসাম্য থাকা জরুরি, যা রক্ষা করতে সরকারকে কঠোর নজরদারি চালাতে হবে।এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চালকল মালিকদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলে তারা বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছেন। তবে ভোক্তাদের একাংশ এই যুক্তিকে ‘পুরনো অজুহাত’ বলেই মনে করছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজার অস্থির রেখে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন, আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা প্রশাসনের তদারকি আরও জোরদার করতে হবে। প্রতি সপ্তাহে বাজার মনিটরিং, মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে সংকট কিছুটা লাঘব করা যেতে পারে।চালের দামবৃদ্ধি সম্পর্কে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, “যদি কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।

চালের মূল্যবৃদ্ধি কেবল একজন ভোক্তার সমস্যা নয়, এটি একটি সামগ্রিক অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও নজরদারির ঘাটতি যতদিন থাকবে, ততদিন সাধারণ মানুষের দুঃসহ অবস্থা চলতেই থাকবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park