1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাসিন্দা নিরীহ রাজিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পঠিত

খুলনা ব্যুরো প্রধান :শেখ শাহীন

সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটার বড় কাশিপুর এলাকার বাসিন্দা মৃত:শেখ সিরাজ উদ্দিন এর পুএ রোজাদার ব্যক্তি মো: রাজিবুল ইসলাম এর উপর কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। পাটকেলঘাটা থানার এজাহার সুএে জানা যায়। একই এলাকার বাসিন্দা ১। মৃত: আরশেদ আলীর পুএ মোঃ আক্তার আলী খান (৩৯),২। মোহাম্মদ আলী খান এর পুএ শহিদ খান, ৩। আরশেদ আলী খান এর পুএ বক্কার আলী (৫৫),৪। মোহাম্মদ আলী খান এর পুএ হাসান আলী খান (৫৭),৫। আরশেদ আলী খান এর পুএ মোক্তার আলী খান, (৩৫) ৬। আক্তার আলী খান এর পুএ রিয়াদ আল আমিন (২৩), ৭। শামসুল শেখ এর পুএ হায়দার আলী ( ৫০), ৮। রমজান আলী শেখ এর পুএ হযরত আলী শেখ (৫৫) ৯। খোকন শেখ এর পুএ ইমামুল (৩২) ১০। হায়দার আলী খান এর স্ত্রী জান্নাতুল (৩৬), ১১। শামসুল শেখ এর কন্যা লতিফা (৪০), ১২। সিরাজ উদ্দিন এর পুএ শেখ শরিফুল ইসলাম কাজু (৩৮), ১৩। মুজিবুর রহমান এর পুএ আরিজুল ইসলাম @ গজিব (৩১),১৪। মুজিবুর রহমান এর পুএ মোখলেছুর রহমান @ সজিব।
সহ এক দল
কতিপয় সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র রামদা, রড , শাবল,হাতুড়ি, ফারাসি কোদাল দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে, এমনকি রাজিবুল ইসলাম এর শিশু পুএ শেখ আরবীব ও স্ত্রী আনোয়ারা পারভীন কে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে । এসময় ধারালো রাম দা দিয়ে শহিদ আলী খান রাজিবুলের মাথায় কোপ দিলে রাজিবুল গুরুতর আহত হয়। পাটকেল ঘাটা থানায় তারিখ ২২/০৩/২৫ ইং ১৪৩/৪৪৭/৩০৭/৩২৬/৩২৫/৩২৩/৩৭৯/৫০৬। ধারার ৮ নং মামলার এজাহার সুএে জানা যায় আসামী গনের সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে গত ২০ শে মার্চ আনু: সকাল সাড়ে ৯ টার দিকে রাজিবুল ইসলাম তার ধানের জমিতে পরিচর্যা করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা উক্ত সন্ত্রাসীরা এ হামলা চালায়। এবিষয়ে পাটকেল ঘাটা থানা অফিসার ইনচার্জ এর সাথে আসামী দের আটক এর বিষয় কথা বললে তিনি বলেন আসামী গন জামিনে থাকায় আমরা তাদের আটক করতে পারছি না। এদিকে মামলার বাদী আনোয়ারা বেগম উল্লেখ করেন কোর্টের আদেশ অমান্য করে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তিনি আরো উল্লেখ করেন আমার স্বামী কে হত্যার উদ্দেশ্যে আসামীরা দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। এসময় স্বামী কে রক্ষা করতে আসলে স্ত্রী আনোয়ারা পারভীন কে উক্ত সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যার মুল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় রাজিবুল ইসলাম এর কাছে থাকা একটি স্যামসং ফোন ও রাজিবুল ইসলাম এর লুঙ্গীর গুজে থাকা ১৯ হাজার টাকা কেড়ে নেয় সন্ত্রাসীরা। উক্ত সন্ত্রাসীরা এতেও ক্ষ্যান্ত হয়নি এখনো উক্ত রাজিবুল ও তার পরিবারকে পড়তে হচ্ছে প্রতি পদে পদে হুমকির মুখে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park