স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
গাজীপুরে “প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে “খুলনা অনলাইন প্রেসক্লাবের” আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগষ্ট) বেলা ১১ টায় খুলনার গোয়ালখালী জাহাজের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও খুলনার সাধারণ নাগরিক সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন,
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়েছে,সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভের সাথে সাংবাদিক হত্যার নিন্দা জানাই। সত্যের পক্ষে কলম ধরার অপরাধে একজন সংবাদযোদ্ধার জীবন চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি মুক্ত সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আমরা দ্রুত সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের বার্তা পৌঁছে দেয়, দুর্নীতির মুখোশ উন্মোচন করে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবনই নিরাপদ না থাকে, তাহলে একটি রাষ্ট্র কতটা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারছে — তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।গাজীপুরে নিরপরাধ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেছে।বিগত দিনে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছে কিন্তু ৫ই আগষ্টের পরে ইন্টেরিয়ম গভমেন্ট তার পরিবর্তন করতে পারেনি।ক্রমান্বয়ে সাংবাদিকসহ অরাজনৈতিক প্লাটফর্মে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে।যার নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক তুহিন হত্যাকান্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করে জনসম্মুখে বিচার করার দাবী তোলেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ।তারা বলেন প্রতিদিনই খুলনা সহ সারাদেশে খুন খারাবি এবং ভায়োলেন্স চলছে,পুলিশ ও যৌথ বাহিনর কাছে আমরা দাবি জানিয়ে বলতে চাই, মাদক-সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করুন।আজ সাধারন মানুষ ও গনমাধ্যমকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
খুলনা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিগন্তর সম্পাদক শাহবাজ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপসি বাংলার খুলনা বিভাগীয় প্রতিনিধি নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের
সিনিয়র সহ-সভাপতি চ্যানেল এস এর সাংবাদিক এস এম ওয়াহিদ মুরাদ, জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ এর ব্যুরো প্রধান মামুন রেজা,দৈনিক ফলাফল পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান মোস্তফা এ করিম,দৈনিক জবাবদিহির স্টাফ রিপোর্টার শেখ রাজা,খুলনার কাগজ স্পেশাল করেসপন্ডেন্ট মো: জাহাঙ্গীর হোসেন,দৈনিক জবাবদিহির খুলনা প্রতিনিধি জোবায়ের ইসলাম অলি,দৈনিক খুলনার আলো রফিকুল ইসলাম রাজু, দৈনিক ভোরের চেতনা সহ-সম্পাদক মো: আফজাল হোসেন,দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি সোনিয়া তালুকদার, দৈনিক প্রবাহের মাল্টিমিডিয়া রিপোর্টার নূর মোহাম্মদ লিটু,দৈনিক আওয়ার বাংলাদেশ খুলনা প্রতিনিধি মো: আলমগীর খান, খুলনা খবর এর ব্যবস্থাপনা সম্পাদক ইমরুল ইসলাম ইমন,দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি এস এম মমিনুর রহমান মাবিয়া,দৈনিক অনির্বাণ এর দিঘলিয়া প্রতিনিধি এসএম শামিম হাসান ,দৈনিক জন্মভূমি খুলনা প্রতিনিধি মো: মনিরুল ইসলাম মোড়ল, দৈনিক স্পন্দন দিঘলিয়া প্রতিনিধি কিশোর কুমার দে,দৈনিক ফুলতলা প্রতিদিন-দিঘলিয়া প্রতিনিধি মোঃ রুবেল ইসলাম এ্যাড. ইরানী পারভিন প্রমুখ।।