1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

সংগ্রাম ও প্রতিবাদের মধ্য দিয়ে, ভারতের কমিউনিস্ট পার্টি, সি পি আই এর শতবর্ষ উদযাপিত হলো।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, ঠিক দুপুর একটাই, ধর্মতলা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, ভারতের কমিউনিস্ট পার্টি, সি পি আই এর শতবর্ষ উদযাপিত হলো। সংগ্রামী অভিনন্দন ও ধিক্কারের মধ্য দিয়ে। সি পি আই এর জন্ম ১৯২৫ সালের ২৬শে ডিসেম্বর আজতাপুর পূর্ণ হল।

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড ডি রাজা, পল্লব সেনগুপ্ত, স্বপন ব্যানার্জি, এবং উপস্থিত ছিলেন সভাপতি অশোক রায়, উপস্থিত ছিলেন কমরেড ভারতীয় অধিকারী প্রান্তি অধিকারী ,গৌতম পান্ডা, প্রবীর দে সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।

আজ এই শতবর্ষ উদযাপিত হল ভারতের কমিউনিস্ট পার্টির লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের শতবর্ষে আওয়াজ তুলে।
তাহাদের কণ্ঠে উচ্চারিত হলো, বিজেপি হটাও দেশ বাঁচাও। তৃণমূল হটাও বাংলা বাঁচাও। এই মূল স্লোগান কে সামনে রেখেই, প্রতিবাদে গর্জে উঠলেন। এবং বললেন সিপিআই মরেনি এখনো জীবিত আছে। আস্তে আস্তে তারা আবার গর্জে উঠছে।

বিভিন্ন জেলা থেকে ই আই টি ইউ সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির, শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা এবং শ্রমিকেরা মঞ্চে সামনে জমায়েত হয়েছেন। বিভিন্ন দিক থেকে মিছিল করে এসেছেন, কয়েক হাজার শ্রমিক আজকের এই শতবর্ষে সামিল হন। এবং বেশ কিছু দাবী নিয়ে গর্জে উঠেন ,কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে।

তাহাদের দাবী কলকারখানা থেকে শুরু করে ব্যাংক বেসরকারিকরণ করা যাবে না,

কর্পোরেটদের স্বার্থে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে।

এবং কেন্দ্রীয় সরকারের বাজেট আমরা মানছি না, তারা আজ কেন্দ্রীয় সরকারের বাজেটের কপি পুরালেন।

মঞ্চে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে বলেন, সি পি আই অন্যায়ের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করে গেছেন, সিপিআই থেকে অনেক দল গঠিত হয়েছে কিন্তু সিপিআই এখনো জীবিত আস্তে আস্তে আবার তারা আগের জায়গায় ফিরে আসতে চলেছে, যাহারা কিছু স্বার্থের লোভে দল থেকে বেরিয়ে গিয়েছেন তারাও কিন্তু আজ তেমন কিছু করতে পারেননি, সিপিআই আন্দোলন করতে গিয়ে তাদের কর্মীদের ভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, তবুও সিপিআই থেমে থাকেনি, শতবর্ষে প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু মরে নাই বেঁচে আছে, আজও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সি পি আই চলেছে, আজ শতবর্ষের এই সমাবেশকে যেভাবে শ্রমিকেরা সফল করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আজ বিভিন্ন জেলা থেকে শ্রমিক ভাইয়েরা এই মন চোখে আলোকিত করেছেন। আমরা ভুলিনি অভয়াকে, আমরা ভুলিনি তার পরিবারকে, অভয়ার পাশে আমরা আছি, অভয়কে মুছে যেতে দেব না,এ লড়াই চলবে। শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, দোষীদের আড়াল করে রাখার চেষ্টা করছে, উপযুক্ত দোষী সাজা পাচ্ছে না। বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে দুর্নীতি ভরে গেছে। আর আমরা চুপ করে থাকব না আজ এই শতবর্ষে আমরা শপথ নেব দুর্নীতির বিরুদ্ধে, আমাদের দাবি আদায়ের জন্য। তাই আমরা এই বাজেট কেউ মানছি না। আমাদের লড়াই হবে শ্রমিক ভাইদের জন্য, সাধারণ মানুষের জন্য, তাহাদের পাশে দাঁড়ানোর জন্য।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park