নিজস্ব প্রতিবেদক বাংলার চেতনা নিউজ।
প্রধান শিক্ষকের বেদম মারপিটের শিকার হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছে ৯ বছরের শিশু সিয়াম শেখ। গত ১৩ আগষ্ট নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ঘটনার বিচার চেয়ে কালিয়া থানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে, বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা লিনা বেগম ব্যাপক দৌঢ়ঝাঁপ ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন শিশু সিয়াম শেখের পরিবার।
সিয়াম শেখ এর পিতা কামাল শেখ জানান, প্রধান শিক্ষক লিনা বেগমের পরিবারের সাথে পূর্ব থেকে তাদের মনোমালিন্য ও বিরোধ রয়েছে। গত ১৩ আগষ্ট বিদ্যালয় চলাকালীন তুচ্ছ ঘটনায় প্রধান শিক্ষক লিনা বেগম সিয়াম শেখকে বেদম মারপিট করেন। মারাত্মক আহত অবস্থায় পরিবার প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও অবস্থার অবনতি হলে পরদিন ১৪ আগষ্ট সিয়াম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
এদিকে, এ ঘটনার পর প্রধানশিক্ষক লিনা বেগম ও তার লোকজন সিয়াম শেখ এর পরিবারকে অভিযোগ তুলে নেয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পিতা ও বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রধান শিক্ষক লিনা বেগম নড়াইলের একজন প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্যর বোন। সেই সূত্র ধরে দীর্ঘদিন ধরেই তিনি তার অবৈধ প্রভাব বিস্তার করে চলেছেন। ৫ আগষ্টের পরও তার ক্ষমতার দম্ভ কিছু মাত্র কমেনি। স্থানীয় শিক্ষা অফিস, প্রশাসনে তার এখনো ব্যাপক প্রভাব রয়েছে। এখন অভিযোগ তুলে নেয়ার জন্য মৌখিকভাবে হুমকি এমনকি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও বিভিন্ন সন্ত্রাসীদের পাঠিয়ে চাপ প্রয়োগ করছেন। পিতা কামাল শেখ ন্যায় বিচার প্রার্থনা করে সাংবাদিকদের বলেন, বিগত সরকারের আমলে লিনা বেগম তাই সংসদ সদস্য ভাইয়ের পরিচয় ব্যবহার করে এলাকায় ক্ষমতার একটি বলয় তৈরি করেছিলেন। ভয়ে তার কোনো অত্যাচারের প্রতিবাদ কেউ করতে পারেনি। পারিবারিক মনোমালিন্যের জেরে আমার শিশু সন্তানকে নির্মম ভাবে তিনি পিটিয়েছেন। যন্ত্রনায় আমার সন্তান ছটফট করছে। আমি এর বিচার চাই।।