মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
সাতক্ষীরা থেকে সাত মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় *র্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৩/১০/২৫ খ্রি. দুপুরে সাতক্ষীরা জেলার সদর থানাধীন খুলনার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ (ছয়)টি মাদক মামলা ও ১ (এক)টি চুরি মামলাসহ মোট ৭ (সাত) টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক
আসামি মোঃ ফিরোজ হোসাইন, পিতা- মোস্তাফিজুর রহমান, সাং- গাংনিয়া, থানা ও জেলা সাতক্ষীরাকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, ১(এক) টি মাদক মামলায় ধৃত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।