মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,বাংলার চেতনা নিউজ।
ঝিনাইদহ জেলার সদর থানা এলাকা হতে ০৩ জন পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত
আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট ২০২৫ তারিখ দিবাগত রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাবপর এলাকা হতে অভিযান
পরিচালনা করে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আয়নাল হোসেন(৫৫), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- রাজাপুর দক্ষিণপাড়া, থানা ও জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। তাছাড়া, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাকারিয়া(৫৫), পিতা-মৃত আব্দুল গফুর,সাং- নৃসিংহপুর,থানা ও জেলা ঝিনাইদহকে সদর থানাধীন হামদহ বাইপাস এলাকা হতে গ্রেফতার করে এবং পৃথক আরেকটি অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ নাছির উদ্দিন শেখ (৪০), পিতা-মৃত আলী আকবর শেখ সাং-বকসীপুর, থানা শৈলকুপা, জেলা-ঝিনাদহকে সদর থানাধীন মধুপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।