1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকের বেদম মারপিটে হাসপাতালের বিছানায় ছটফট করছে শিশু সিয়াম খুলনা মহানগর খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান র‌্যাব-৬ কর্তৃক সাতক্ষীরা থেকে হত্যা মামলার আসামি আটক বিশ্বব্রহ্মান্ডের অধিশ্বর যুগাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩২ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা ছদ্মবেশে দুদকের অভিযান সাব-রেজিস্ট্রি অফিসে দিঘলিয়ায় আকিদুল শরীফের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল । প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল। দখলকারীরা বহাল তবিয়তে। খুলনা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন ছাত্রদের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ ডুমুরিয়ায় মহিলা তরমুজ চাষী বিপাশা গাইনের বাম্পার ফলনে তার মুখে হাসি খুলনা জেলা ও মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

র‌্যাব-৬ কর্তৃক সাতক্ষীরা থেকে হত্যা মামলার আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরেচীফ,বাংলার চেতনা নিউজ।

সাতক্ষীরার শাহীন হত্যা মামলার ০১ নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভাদড়া এলাকায় অভিযান পরিচালনা করে গত মে মাসে সংঘঠিত শাহীন হত্যা মামলার প্রধান পলাতক আসামি (১) মোঃ আবু ইছা (৩০), পিতা-মুনছুর আলী, সাং-মাগুড়া, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিরা পরস্পর প্রতিবেশী। ভিকটিমের সাথে আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ০৩ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ১০০০ ঘটিকার সময় ০১নং আসামির বাড়ীর পাশে রাস্তার উপর গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে একা পেয়ে তার গতিরোধ করে এবং মারধর করে। এ সময় ০১নং আসামি তার হাতে থাকা কুড়াল দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তিতে ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ০৪ মে ২০২৫ তারিখ সকালে মুত্যুবরণ করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park