মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,বাংলার চেতনা নিউজ।
র্যাব-৬ কর্তৃক সাতক্ষীরায় ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য (Phensedyl ও Wincerex ) সহ ০১ জন বড় মাদক ব্যবসায়ী আটক। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ
মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৫ র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা হতে খুলনার উদ্দেশ্যে মাদক পরিবহন করে নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ২০ আগস্ট ২০২৫
আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় ফোর্সসহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা ওভারব্রিজ এর দক্ষিণ পাশে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট করাকালীন ০১ টি লাল রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৪২৬) তল্লাশিকালে অভিযুক্ত ১। মোঃ মেহেদী হাসান তুহীন (২২), পিতা-মৃত বাবর আলী সরদার, মাতা-আফিয়া খাতুন, সাং-চিনেডাঙ্গা,থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে নিজ হাতে গাড়ির,পিছনের ব্যাকডালা খুললে সেখানে রক্ষিত ফেন্সিডিল পেয়ে তাকে তাৎক্ষণিক গ্রেফতার এবং প্রাইভেটকারটিসহ ব্যাকডালার ভিতরে ২৯৮ বোতল Phensedyl ও ২৫১ বোতল Wincerex মোট ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।।